কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিরপুরে বিক্ষোভ করেছে ইমাম-উলামা ও তাওহীদি জনতা

0
78

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর, শুক্রবার জুমার নামাজের পর ইমাম-উলামা ও তাওহীদি জনতার উদ্যোগে মিরপুর-১ নম্বর গোলচত্বরে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ সমাবেশ পরিচালনায় ছিলেন মাওলানা নূর মোহাম্মদ কাসেমী ও মাওলানা আখতারুজ্জামান কাসেমী। সভাপতিত্ব করেন আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

সভাপতির বক্তৃতায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ভূখণ্ডে কোরআনকে ঘৃণার অভিযোগে পদদলিত করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা দীর্ঘ সময় ধৈর্যের পরিচয় দিয়েছি এবং সহনশীলতা দেখিয়েছি, কিন্তু এ ধরণের কটূক্তি ও অবমাননার বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তিনি আরো অভিযোগ করেন যে, বর্তমান সরকার ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করছে না এবং সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে কোনো সন্তোষজনক বিবৃতি বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বক্তৃতায় তিনি আরো বলেন— যারা ইসলাম, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কিংবা কোরআন ও সাহাবায়ে কেরাম ও উম্মাহাতুল মুমিনিনদের অবমাননা করে, তাদের বিরুদ্ধে কার্যকর আইন প্রণয়ন করতে হবে; তা না হলে প্রয়োজনীয় গণআন্দোলনের পথে যাওয়া হবে—প্রয়োজনে যমুনার দিকে লং মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বক্তারা অপূর্ব পালের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে বিভিন্ন ধাপে কর্মসূচি ঘোষণা করেন এবং মিছিল করে এলাকার সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে আরো বক্তব্যে রাখেন— জামিয়া দ্বীনিয়া ইসলামিয়া কল্যাণপুরের মুহতামিম মাওলানা ঈসা মিয়া, তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গাজী ইয়াকুব, জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহর মুহতামিম মাওলানা ইলিয়াস হাসান কাসেমী, গাবতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, আন নূর জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম রুহানী, বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, শাহআলী ইমাম পরিষদের সভাপতি মাওলানা সোলাইমান, আকবর কমপ্লেক্স এর মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।


তথ্যসূত্র
– https://tinyurl.com/u9xyfca4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান সেনাবাহিনীকে অবশ্যই তাদের সীমালঙ্ঘনের পরিণতি ভোগ করতে হবে: তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করলো অন্তর্বর্তী সরকার