
১২ অক্টোবর আফগান মিডিয়া ও তথ্যেকেন্দ্রর সংবাদ সম্মেলনে ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তান সেনাবাহিনীর একটি বিশেষ চক্র বৈশ্বিক বড় শক্তিধর পক্ষকে সন্তুষ্ট করতে এই অঞ্চলে যুদ্ধের উস্কানি দিচ্ছে।
তিনি আরও বলেন, এই পক্ষপাতদুষ্ট চক্রটি আফগানিস্তানের অভ্যন্তরে উদ্বেগ তৈরিতে কাজ করে যাচ্ছে। এমনকি তারা আর্থিক লাভের জন্য আফগানিস্তানের ব্যাপারে নেতিবাচক ও মিথ্যা তথ্য ছড়াতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে।
তিনি স্পষ্টভাবে জানান, আফগানিস্তানের তার নিজ ভূখণ্ড ও আকাশসীমা রক্ষার অধিকার রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানে যে বাহিনীই আক্রমণ করবে, তাদের হামলার কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেয়া হবে।
বক্তব্যে তিনি পাকিস্তানে সক্রিয় অশুভ গোষ্ঠী ও মহলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিশ্বকে আহ্বান জানান।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yw42rdzx


