
আঞ্চলিক দেশসমূহের সাথে আফগানিস্তানের সম্পর্ক বৃদ্ধি কারও জন্য হুমকির কারণ নয়। অন্যের ক্ষতি না করে যেকোনও দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আফগানিস্তানের অধিকার রয়েছে, কেননা আফগানিস্তান একটি সার্বভৌম রাষ্ট্র। ১২ অক্টোবর ইমারতে ইসলামিয়ার সরকারি মিডিয়া ও তথ্যকেন্দ্রের সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।
বক্তব্যে তিনি ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কিছু দেশ ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক স্থাপনের ব্যাপারে উদ্বিগ্ন। তিনি স্পষ্ট করে বলেন, মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ’র নয়াদিল্লি সফর ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সাথে জড়িত। এতে কারও চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।
তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক পরিস্থিতির সর্বোত্তম স্বার্থে ইমারতে ইসলামিয়া তার পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। আঞ্চলিক কোনও সংঘাতে আফগানিস্তান জড়িত হবে না বলে তিনি ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yw42rdzx


