
হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। হামাস জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে। ১৩ অক্টোবর, সোমবার এ ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে আইসিআরসি।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল১২ জানায়, সাতজন জিম্মিকে আইসিআরসি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। সবমিলিয়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি।
দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালেই মুক্তিপ্রাপ্ত বন্দিদের আনা হবে। ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে।
সূত্র জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে অনেকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন, আবার অনেককে গত ৭ অক্টোবরের পর বাড়ি ও আশ্রয়কেন্দ্র থেকে গ্রেপ্তার করেছিল দুর্বৃত্ত ইসরায়েলি হানাদার বাহিনী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক বন্দি অত্যন্ত অবসন্ন, ওষুধ ও খাবারের অভাবে দুর্বল।
তবে এখন পর্যন্ত কে কে মুক্তি পাচ্ছেন, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার সংবাদকর্মীদের জানায়, তারা বারবার জানতে চেয়েছেন প্রিয়জনদের নাম তালিকায় আছে কিনা, কিন্তু কোনো নিশ্চিত তথ্য তারা পাননি।
তথ্যসূত্র:
1. LIVE: First 7 Israeli captives released by Hamas in Gaza
– https://tinyurl.com/5ytnpzhy
2. First seven Israeli hostages released from Gaza, sources say
– https://tinyurl.com/mps5naxa


