
পশ্চিম আরাকান রাজ্যের মংডুতে বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) রোহিঙ্গা মুসলিমদের থেকে জোরপূর্বক চাঁদাবাজি করতে শুরু করেছে। স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, আরাকান আর্মি মুসলিম মালিকানাধীন দোকান থেকে প্রতি মাসে ভাড়া আদায় করছে এবং মুসলিমদের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহ করছে।
আরাকান নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর আরাকান আর্মি কর্তৃক মংডুর সকল দোকান মালিককে একটি বৈঠকে ডেকে বলা হয় যে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বদলে এখন থেকে দোকানের ভাড়া সরাসরি আরাকান মিলিশিয়াদের দিতে হবে।
এক দোকান মালিক জানান, ‘তারা আমাদের বলেছে, যারা পালিয়ে গেছে তারা সশস্ত্র গোষ্ঠীর সাথে যুক্ত, এবং যদি আমরা তাদের ভাড়া পাঠাই, তবে তার মানে আমরা সন্ত্রাসীদের সমর্থন করছি। তাই তারা আমাদের আরাকান মিলিশিয়াদের ভাড়া দেওয়ার নির্দেশ দিয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলেছে।
উত্তর মংডুর খোলার বিল গ্রামের বাসিন্দারা জানিয়েছেন যে, স্থানীয় প্রশাসক আরাকান আর্মির জন্য ‘তহবিল অনুদান’ হিসেবে প্রতিটি মুসলিম পরিবার থেকে ১০০,০০০ কিয়াত সংগ্রহ করছে। যদিও এই পরিবারগুলো বহুবার বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের জীবিকা চালানোর জন্য তারা কষ্টকর কাজের সঙ্গে সংগ্রাম করছে।
এক রোহিঙ্গা জানান, ‘আমরা অত্যন্ত দরিদ্র, এখানে আমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করছি, তবুও আমাদের থেকে ১,০০,০০০ কিয়াত চাওয়া হচ্ছে।’ অপর এক নারী বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের সাহায্য করার বদলে, তারা আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। আমরা হতাশ ও ভীত বোধ করছি।’
তথ্যসূত্র:
1. Arakan Militias Extort Rohingya and Forcibly Collect Shop Rents in Maungdaw
– https://tinyurl.com/sv7ykjt5


