
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আফগানিস্তানে সরকারি সফরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইমারতে ইসলামিয়া সরকার।
সূত্রমতে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, গোয়েন্দা বিভাগ (আইএসআই) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক এবং পাকিস্তানের আরও ২ জন জ্যেষ্ঠ জেনারেলকে নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল ইসলামাবাদে আফগান দূতাবাসের মাধ্যমে ভ্রমণ ভিসা পেতে বারবার চেষ্টা করেছিল। কিন্তু তাদের এই সফরের অনুমোদন দেয় নি তালিবান প্রশাসন।
কারণ হিসেবে পাকিস্তান কর্তৃক বারবার আফগান আকাশসীমা লঙ্ঘন এবং সম্প্রতি পাকতিকা প্রদেশের বেসামরিক এলাকায় বিমান হামলার কথা উল্লেখ করা হয়।
এই পদক্ষেপকে পাকিস্তানের সামরিক বাহিনী কর্তৃক বারবার আগ্রাসনের প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন তালিবান কর্মকর্তাগণ। আফগান সরকারের একটি সূত্র জানিয়েছে, আমাদের নাগরিকরা যখন পাকিস্তানের হামলার শিকার হচ্ছে, তখন তাদের কোনও প্রতিনিধি দল কাবুল সফরের আশা করতে পারে না।
তথ্যসূত্র:
1. Kabul rebuffs visit request from Pakistani officials Khawaja Asif and Asim Malik
– https://tinyurl.com/4dpd7abu


