ইমারতে ইসলামিয়াতে আরও ৪০০ তরুণ পুলিশ অফিসারের পেশাদার প্রশিক্ষণ সম্পন্ন

0
93

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে অবস্থিত পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪০০ তরুণ পুলিশ কর্মকর্তা পেশাদার ও ধর্মীয় প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

গত ১৩ অক্টোবর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মোট ৩৮৪ জন পুলিশ কর্মকর্তা একাধিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্নাতক ডিগ্রি লাভ করেন। এ উপলক্ষে একটি বিশেষ সমাবেশ আয়োজন করা হয়, যেখানে কুন্দুজ পুলিশ প্রধান জেনারেল মৌলভী মতিউল্লাহ সাইফুল্লাহ হাফিযাহুল্লাহ-সহ প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রের কমান্ডার মোল্লা আব্দুল সাত্তার তারিক হাফিযাহুল্লাহ বক্তৃতা দেয়ার সময় স্নাতক অফিসারদের তাদের নতুন দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান এবং জনগণের সেবা করার ক্ষেত্রে তাদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশের শেষে কুন্দুজ প্রাদেশিক পুলিশ প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা কৃতি শিক্ষার্থীদের প্রশংসাপত্র প্রদান করেন।


তথ্যসূত্র:
1. کندوز کې د پولیسو له روزنیز مرکز څخه نږدې ۴۰۰ ځوان منسوبین فارغ شول
– https://tinyurl.com/mr2kf4ve

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রতিশোধমূলক যুদ্ধে আফগান সেনাদের বিজয়ে দেশজুড়ে আনন্দপ্রকাশ
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে পাকিস্তানের প্রোপাগান্ডার খণ্ডন -(২)