
আফগানিস্তানের বাদগিস প্রদেশে এক হত্যাকারীর উপর কিসাসের বিধান কার্যকর করেছে ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালত। গত ১৬ই অক্টোবর বাদগিসের প্রাদেশিক রাজধানী কালা-ই-নওয়ে জেলার স্পোর্টস স্টেডিয়ামে প্রকাশ্যে এ রায় কার্যকর করা হয়েছে।
এর আগে ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালতের সাথে সম্পৃক্ত ৩টি আদালত এই বিষয়ে তদন্ত পরিচালনা করেছিল।
অভিযুক্ত আসামী জাওয়ান্দ জেলায় এক মহিলাকে হত্যার ঘটনায় জড়িত ছিল। কিসাস কার্যকরের পূর্বে হত্যা হওয়া মহিলার পরিবারের কাছে আসামীকে ক্ষমার করার জন্য আবেদন জানায় সর্বোচ্চ আদালতের সংশ্লিষ্ট কমিটি।
কিন্তু ভুক্তভোগীর পরিবার এতে অস্বীকৃতি জানালে অপরাধীর বিরুদ্ধে কিসাসের বিধান চূড়ান্ত করে আদালত।
তথ্যসূত্র:
1. Supreme Court Enacts Qisas Verdict in Badghis
– https://tinyurl.com/mr2wecbj


