রাজধানীসহ দেশজুড়ে ছিনতাই বাড়ছে আশঙ্কাজনক হারে

0
58

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের অন্ধকারে হামলা চলছে। পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে। পুলিশের মতে, ঢাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা হচ্ছে ছিনতাইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় মোটরসাইকেলভিত্তিক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। গত কয়েক মাসের এসব ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ৪৮৩টি। রাজধানীতে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় দায়েরকৃত এ ধরনের মামলার সংখ্যা ১২৬। এর মধ্যে জুলাইয়ে ৩৮, আগস্টে ৫২ এবং সেপ্টেম্বর মাসে ৩৬টি মামলা হয়। অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত মামলার কোনো রেকর্ড জানাতে পারেনি ডিএমপি।

জানা যায়, ভুক্তভোগীরা নানান কারণে মামলা করতে চান না। এ কারণে মামলার চেয়ে বাস্তবে ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, চলতি বছর ছিনতাইয়ে কারণে অন্তত ৪০ জন আহত হন, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। আহতদের বড় অংশই রাত ১টা থেকে ৪টার মধ্যে হাসপাতালে আসে। পুলিশ জানায়, মোটরসাইকেলভিত্তিক চক্র রাতের নির্জন সড়কে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই শেষে পালিয়ে যায়। প্রতিরোধকারীরা হামলার শিকার হন।

গত ১১ অক্টোবর রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়ার তিতাস রোডে ছিনতাইকারীদের অস্ত্রে গুলিবিদ্ধ হন ৩৩ বছর বয়সি বেসরকারি চাকরিজীবী নাফিস আজিজ সিদ্দিক। প্রতিরোধ করায় দুর্বৃত্তরা বাম পায়ে গুলি করে তার মোটরসাইকেল ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে ফরায়েজী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খিলগাঁও থানার পুলিশ বলছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এরপর কয়েক দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন এলাকায় একই ধরনের বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটে যাত্রাবাড়ী, শনির আখড়া, বিজয় সরণি, চকবাজার ও উত্তরা এলাকায়। এসব ঘটনায় কেউ কেউ আহত হয়েছেন, কেউ প্রাণ হারিয়েছেন। ছিনতাইকারীদের লক্ষ্য মূলত রাতের পথচারী, মোটরসাইকেলচালক ও অফিসফেরত কর্মীরা।

ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেট একই ধারা দেখা যাচ্ছে। যাত্রীবেশে বা নির্জন সড়কে চালক ও যাত্রীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে সংঘবদ্ধ চক্র।


তথ্যসূত্র:
1. রাজধানীতে ছিনতাই বাড়ছে আশঙ্কাজনক হারে
– https://tinyurl.com/4zp8bm5j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মাদ্রাসাছাত্রী গণধর্ষণের প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন
পরবর্তী নিবন্ধমধ্যরাতে যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানের বিমান হামলায় নারী-শিশু এবং ক্রিকেটারসহ নিহত ৮, আহত ১২