
যুদ্ধবিরতি ভেঙে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ১৭ অক্টোবর, শুক্রবার মধ্যরাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে চালানো বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
আফগানিস্তানের ক্রিকেট বোর্ড শনিবার জানিয়েছে, শুক্রবার রাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহত আট জনের মধ্যে তিনজন ক্রিকেট খেলোয়াড়ও রয়েছেন।
হামলার শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি আফগান সংবাদমাধ্যম টোলোনিউজকে বলেন, “আমি ইতিহাসে কখনও এমন অবিচার দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে— তারা এখানে মুসলিম নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপরে হামলা করল।”
এদিকে পাকতিকায় আগ্রাসনের পাশপাশি কান্দাহারের স্পিন বোল্ডাক শহরের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাকে একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে পাকিস্তানি স্থলবাহিনী। এতে বেশ কিছু বাড়িঘর এবং দোকান ধ্বংস হয়ে গেছে। এতে হতাহত হয়েছেন আরও ২১০ জন।
তথ্যসূত্র:
1. 8 Killed, Including Three Cricketers, in Pakistani Airstrikes on Afghanistan’s Paktika Province
– https://tinyurl.com/2667cbkt
2. Pakistan’s Latest Airstrikes on Spin Boldak Kill 40, Injure 170
– https://tinyurl.com/mtewna8c


