রাজশাহীতে অজ্ঞাত নারীর উলঙ্গ লাশ উদ্ধার

0
155

রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তবে লাশের পরিচয় সনাক্ত হয়নি এখনো। ময়না তদন্ত হবে আগামীকাল।

স্থানীয়রা জানান, নিহত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে পবা থানার ডিউটি অফিসার জানান, এখন পর্যন্ত মৃতের পরিচয় সনাক্ত করতে পারেননি না তারা। লাশ মর্গে রয়েছে। আগামীকাল ময়না তদন্ত করে হবে।

ধর্ষণের কোনো আলামত পেয়েছেন কি এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, অনেকেই বলছে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। ময়না তদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।


তথ্যসূত্র:
1. রাজশাহীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
– https://tinyurl.com/ywhmu44z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমংডুতে ছয় রোহিঙ্গা জেলেকে আটক করল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধকাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইমারতে ইসলামিয়া