
গুজরাটের গান্ধীনগর জেলার বহিয়াল গ্রামে শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টকে কেন্দ্র করে মুসলিম মালিকানাধীন একাধিক দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্র হিন্দুত্ববাদী যুবকরা।
ঘটনার সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে “I Love Muhammad” লেখা পোস্ট প্রকাশের পর। এর জবাবে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এর হিন্দুত্ববাদী নেতা হিতেশ ব্যাঙ্কার “I Love Mahadev” লিখে পাল্টা পোস্ট করে, এবং তা ব্যাপকহারে ছড়িয়ে দেয়ার জন্য নিজ ফলোয়ারদের উৎসাহিত করে। সেইসাথে মুসলিমদের ’শিক্ষা’ দেয়ার হুমকি দেয়।
তার এই উসকানিমূলক পোস্ট হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, এরপর উগ্র হিন্দুত্ববাদী যুবকরা দলবদ্ধ হয়ে রাস্তায় নেমে সংখ্যালঘু মুসলিমদের ঘরবাড়ি, দোকানপাট ও স্থাপনায় পাথর ছোড়ে, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ জানায়, সহিংসতা, অগ্নিসংযোগ ও জনশান্তি বিঘ্নের অভিযোগে প্রায় ১০০ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এখন পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Tension in Gujarat Village Over VHP Leader’s Provocative Post, Shops Burnt
– https://tinyurl.com/466mswkz


