যুদ্ধবিরতির পর বাণিজ্যের স্বার্থে পর্যায়ক্রমে খুলে দেয়া হচ্ছে আফগান-সীমান্ত গেইটসমূহ

0
151

সম্প্রতি ঘটে যাওয়া আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত যুদ্ধের জেরে স্পিন বোলদাক, তুরখাম সীমান্ত গেইটসহ দুই দেশের মধ্যকার সব ধরনের চলাচল পথ বন্ধ করে দেয় পাকিস্তান সরকার। তবে যুদ্ধবিরতি চুক্তির পর বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে পুনরায় স্পিন বোলদাক সীমান্ত গেট খুলে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। এছাড়া খুব শীঘ্রই তুরখাম সীমান্ত গেট খুলে দেয়া হবে বলে ঘোষণা জানিয়েছে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এর আগে দ্রুত বাণিজ্য রুটসমূহ খুলে দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল আফগান-পাকিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্স।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, তুরখাম সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানের বাজারে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। অসংখ্য শিল্প কার্যক্রম ব্যাহত হয়েছে। বিলিয়ন বিলিয়ন টাকার উল্লেখযোগ্য লোকসান গুনতে হয়েছে পাকিস্তানকে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/tnxwa52s
2. https://tinyurl.com/2x53t22w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় আশ শাবাব মুজাহিদিনের বিরুদ্ধে “AUSSOM” জোটের ব্যর্থতা; উদ্বিগ্ন ক্রুসেডার কেনিয়া
পরবর্তী নিবন্ধগত এক যুগে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখের বেশি মানুষ