
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের মাইওয়ান্দ জেলার কিবাত এলাকায় সম্প্রতি একটি অত্যাধুনিক সেচ খাল নির্মাণ ও জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। কান্দাহার কৃষি, সেচ ও পশুপালন বিভাগের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২৯১,০০০ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই খালটি এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেচ খালের মধ্যে ৫.১ কিলোমিটার কংক্রিট দিয়ে মানসম্মতভাবে নির্মিত হয়েছে। খালটির নকশা এমনভাবে করা হয়েছে যে, এটি একসঙ্গে ৬৩০ হেক্টর জমিতে পানি সরবরাহ করতে সক্ষম। বর্তমানে এই খাল থেকে প্রায় ২,০৩৩টি পরিবার সরাসরি উপকৃত হচ্ছে।
খালের পাশাপাশি হাইড্রোলিক কাঠামো, কালভার্ট, পার্শ্ব দেয়াল, ড্রপ, টার্নআউট এবং মুখবন্ধের মতো অবকাঠামোগত কাজও সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মাইওয়ান্দ জেলার কৃষকরা তাদের জমিতে নিয়মিত ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে পারবেন, যা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।
মাইওয়ান্দ জেলায় নবনির্মিত এই সেচ খাল কান্দাহারের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এটি স্থানীয় কৃষকদের জন্য কেবল পানির সহজলভ্যতাই নিশ্চিত করেনি, বরং তাদের জীবিকা ও অর্থনৈতিক স্বচ্ছলতার পথকে আরও প্রশস্ত করেছে। এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প ভবিষ্যতে আফগানিস্তানের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তথ্যসূত্র:
1. د کندهار په میوند ولسوالۍ کي د «۲۹۱» زره امریکايي ډالرو په لګښت یو لوی کانال جوړ او ګټي اخیستني ته وسپارل سو
– https://tinyurl.com/6b5zyamv


