আফগানিস্তানের বাগলান প্রদেশে বিগত বছরের তুলনায় ধান উৎপাদন বেড়েছে প্রায় ৫ হাজার টন

0
49

আফগানিস্তানের বাগলান প্রদেশে চলতি বছরে ১,২০,৬২৪ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যা বিগত বছরের তুলনায় প্রায় ৪,৭৩৮ মেট্রিক টন বেশি। বাগলান প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগ এই তথ্য জানিয়েছে।

কৃষি বিভাগ আরও জানিয়েছে, চলতি বছরে বাগলান প্রদেশের ২৮,৭২০ হেক্টর জমি ধান চাষ করা হয়েছে। এর বিপরীতে তুলনা করলে, নিগত বছর ২৭,৫৯২ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল।

আফগানিস্তানের বাগলান প্রদেশে প্রতি বছর বিভিন্ন জাতের ধান চাষ হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাসমতি, মান্ডা, শালঙ্গি, ইরানি, কোল্ড বারা এবং ওয়ার্ম বারা। এর মধ্যে কোল্ড বারা জাতটি এটির উন্নত স্বাদের জন্য অত্যন্ত প্রসিদ্ধ।


তথ্যসূত্র:
1. Baghlan sees rise in rice harvest by nearly 5,000 tons from the previous year
– https://tinyurl.com/b2cbveyw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকান্দাহারের মাইওয়ান্দ জেলায় ২৯১,০০০ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত নতুন সেচ খাল উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাংলাদেশে মুসলিম বোনদের উপর হিন্দুত্ববাদী সন্ত্রাসের কালো ছায়া: নববী মানহাজ অনুযায়ী উম্মাহর করণীয়