
চলতি বছরের আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ধান উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। এই বছরে দেশটির কুন্দুজ প্রদেশে ১ লক্ষ ৭৭ হাজার টনের অধিক ধান কাটা হয়েছে।
কুন্দুজ প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের দেয়া তথ্যানুসারে, চলমান বছরে কুন্দুজ প্রদেশের ৪৮,২৭৭ হেক্টর জমি ধান চাষ হয়েছে, এর ফলে সর্বমোট ১,৭৭,৩৬৭ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে।
উৎপাদন বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, উন্নত বীজ ও রাসায়নিক সারের ব্যবহার, কৃষি জমি সম্প্রসারণ, ধান গাছের কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণ, সারি-সারি চারা রোপণ পদ্ধতির ব্যাপক প্রয়োগ প্রভৃতি নানাবিধ উদ্যোগ বর্ধিত ধান উৎপাদনে ভূমিকা রেখেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3kbaw5tm


