
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের চার নেতাকর্মীর বিরুদ্ধে ফুল কুমারী গমেজ (৪৬) নামের এক বিধবা নারীর বাড়িতে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ওই নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিঘইর গ্রামে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন ওই নারী। ভুক্তভোগী ফুল কুমারী গমেজ দিঘইর গ্রামের মৃত করনেলিউস গমেজের স্ত্রী।
অভিযুক্তদের মধ্যে নিসান হাসান জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং বাকিরা ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।
ফুল কুমারী জানান, তার স্বামী অনেক দিন আগে মারা গেছেন এবং একমাত্র মেয়ে ঢাকায় লেখাপড়া করেন। তাই বাড়িতে একাই থাকেন তিনি। গত ২১ অক্টোবর রাতে অভিযুক্তরা বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলতে না চাইলে তারা ভয়ভীতি দেখিয়ে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেন। পরে ঘরের দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় বিছানার নিচ থেকে পাঁচ হাজার টাকা ও ওই নারীর গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে চলে যায় তারা।
ফুল কুমারী গমেজ বলেন, ‘আমি বারবার অনুরোধ করার পরও তারা আমার কথা শোনেনি। তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে টাকা ও স্বর্ণ নিয়ে গেল। আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযুক্ত ছাত্রদল নেতা নিসান হাসান বলেন, ‘অভিযোগের বিষয়ে আমার জানা নাই। তবে ওই মহিলা মদ তৈরি করে। ধারণা করছি, আমরা মদ বিক্রিতে বাধা দেওয়ার কারণে এই অভিযোগ করেছেন।’
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
1. ‘মব’ করে নারীর টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে
– https://tinyurl.com/p53zz6rj


