
আফগানিস্তানে তুলনামূলক শীতল প্রদেশসমূহে বাসিন্দাদের সুবিধার জন্য সাশ্রয়ী মূল্যে কয়লা বিক্রয়ের ঘোষণা জানিয়েছে ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দা নর্দার্ন কোল কোম্পানি। আসন্ন শীত মৌসুমে রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি প্রদেশে এই জ্বালানি বিক্রয় হবে। শীতকালে নাগরিকদের জ্বালানির চাহিদা পূরণ নিশ্চিত করতে উচ্চমানের ও স্বল্পমূল্যের কয়লা সরবরাহের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রদেশে এই সুযোগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি, ফলে দেশের অভাবী জনগণ এই সুবিধা থেকে উপকৃত হতে পারবেন।
কয়লার দাম ও বণ্টনের স্থান সম্পর্কিত বিবরণ পরবর্তীতে দেশবাসীর নিকট প্রকাশ করা হবে বলে জানিয়েছে উক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/32r4w2zv
2. https://tinyurl.com/3hs2f8yc


