
ভারতের মধ্যপ্রদেশে পারিবারিক বিরোধের জেরে এক দলিত যুবককে হত্যা করেছে স্থানীয় একটি হিন্দু পরিবার। নিহত ওই দলিত যুবকের নাম রুদ্র প্রতাপ সিংহ যাদপ। মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় দাবোহ পুলিশ স্টেশনের নিকট গত শনিবার (২৫ অক্টোবর) এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ভুক্তভোগী মৃত যাদপের সাথে স্থানীয় এক হিন্দু প্রতিবেশীর বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে গত শনিবার (২৫ অক্টোবর) যাদপের সাথে স্থানীয় ওই হিন্দুদের ঝগড়া হয়। ঝগড়ার এক এক পর্যায়ে প্রতিবেশী হিন্দু পরিবারের পাঁচ সদস্য একত্রে যাদপের উপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হয় দলিত সম্প্রদায়ের ওই যুবক। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গালিওয়ার হাসপাতালে পাঠালে সেখানকার দায়িত্বশীল ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনার পরে ওই এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকেরা সহ স্থানীয়রা।
তথ্যসূত্র:
1. Dalit Man Beaten to Death by Neighbours in Madhya Pradesh’s Bhind, Houses Torched in Aftermath
– https://tinyurl.com/3753yhpv


