চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

0
28

কক্সবাজারের টেকনাফে সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা মাছ ধরতে গেলে চার জেলেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি আটক করে নিয়ে গেছে।

গত ২৭ অক্টোবর সকালের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলে সম্প্রদায়ের নেতা ইয়াকুব আলী। আটকরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপের নূর কালাম, শফি আলম, আবুল কালাম ও নৌকার মালিক আব্দুর রহমান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চার জেলে আরাকান আর্মির হাতে আটকের বিষয়টি শুনেছি। এ ব্যাপারে তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন সেন্টমার্টিনের কাছাকাছি সাগরে জেলেরা মাছ ধরছিল। এ সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা বিনা উস্কানিতে একটি মাছ ধরার নৌকাতে থাকা মাঝিসহ চার জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, সাগরে মাছ ধরার সময় নির্দিষ্টভাবে খেয়াল করা যায় না যে, বাংলাদেশ সীমান্ত আর মিয়ানমার সীমান্ত কোনটি, কিছুটা দূরত্ব থাকে। কিন্তু আরাকান আর্মির সদস্যরা অনেক সময় তেমন কিছু না দেখে তারা জেলেদের ধরে নিয়ে যায়।

টেকনাফ শাহপরীর দ্বীপের স্থানীয়রা জানান, সাগরে ২২ দিন মাছ শিকার বন্ধ থাকার পর খোলার একদিনের মাথায় এ ঘটনা খুবই দুঃখজনক।


তথ্যসূত্র:
1. চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
– https://tinyurl.com/4fcprzn7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করলো যুবদল নেতা
পরবর্তী নিবন্ধপুলিশ হেফাজত থেকে ১৫০ লিটার মদসহ তিন মোটরসাইকেল উধাও