
আরিয়ানা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি হাফিযাহুল্লাহ পাকিস্তানকে সতর্ক করে বলেন, আফগানিস্তানের উপর যেকোনও হামলার বিপরীতে কঠোর পাল্টা জবাব দেয়া হবে। যা পাকিস্তানের জন্য শিক্ষা এবং অন্যান্যদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, এটা সত্য যে আমাদের পরমাণু অস্ত্র নেই, কিন্তু বিশ বছরের যুদ্ধ সত্ত্বেও ন্যাটো বা যুক্তরাষ্ট্র কেউই আফগানিস্তানকে দমন করতে পারেনি। আফগান জাতি কখনও কারও কাছে মাথা নত করেনি।
পাকিস্তান কর্তৃক ইস্তাম্বুলে শান্তি আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি এই সব মন্তব্য করেছেন।
তথ্যসূত্র:
1. Afghan government issues stern warning to Pakistan after negotiations fail
– https://tinyurl.com/4ydm4yv6


