
সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া সরকার। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ লাঘমান-এ প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
লাঘমান প্রদেশের গভর্নর মৌলভী ইউসুফ জামালজাই হাফিযাহুল্লাহ জানিয়েছেন যে, এই বছরের প্রথম ছয় মাসে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বাজেট থেকে লাঘমান প্রদেশে ২৮৭ মিলিয়ন আফগানিরও বেশি মূল্যের ২৩টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক নির্মাণ, সেচ ও বিদ্যুৎ অবকাঠামো, পানি সরবরাহ ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ইত্যাদি।
মৌলভী ইউসুফ জামালজাই হাফিযাহুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন যে, এই সময়ের মধ্যে কিছু সংস্থা ৩১ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ৬৪টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এছাড়া, স্থানীয় প্রশাসন ও রাজস্ব কর্তৃপক্ষের প্রচেষ্টায় চলতি সময়ের মধ্যে লাঘমান প্রদেশে ১১৩ মিলিয়ন আফগানি রাজস্ব আদায় হয়েছে, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেক বেশি।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/9b4w593w


