মহারাষ্ট্রে ‘আওরঙ্গবাদ’ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘সম্ভাজি নগর’ করলো উগ্র হিন্দুত্ব-বাদী বিজেপি সরকার

0
71

ভারতের মহারাষ্ট্রের অন্তর্গত আওরঙ্গবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘ছত্রপতি সম্ভাজি নগর’ রেল স্টেশন নামকরণ করেছে উগ্র হিন্দুত্ব-বাদী বিজেপি সরকার। গত শনিবার (২৫ অক্টোবর) এই ঘোষণা দেয় মধ্যপ্রদেশের সরকার।

এর আগে, জনপ্রিয় মোঘল শাসক সম্রাট আওরঙ্গজেবের অনুকরণে মহারাষ্ট্রের ‘আওরঙ্গবাদ সিটি’র নাম পরিবর্তন করে ‘ছত্রপতি সম্ভাজি নগর ’ করে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তিন বছর পূর্বে এই শহরের নাম পরিবর্তন করা হয়।

মধ্য রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ মধ্য রেলওয়ের নান্দেদ বিভাগের আওতাধীন এই স্টেশনটিকে নতুন স্টেশন কোড “CPSN” দেওয়া হয়েছে।

উগ্র হিন্দুত্ববাদী মারাঠাদের স্মরণে এই নাম পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজ এর পূর্ব ছত্রপতি সম্ভাজির স্মরণে এই নামকরণ করা হয়েছে বলে গণমাধ্যমের বরাতে জানা গেছে।

চলতি বছরের ১৫ অক্টোবর স্টেশনটির নাম পরিবর্তন করে একটি গেজেট প্রকাশ করে উগ্র হিন্দুত্ব-বাদী বিজেপি সরকার।


তথ্যসূত্র:
1. Aurangabad railway station renamed as Chhatrapati Sambhajinagar station
-https://tinyurl.com/5n6pv7a8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি গণহত্যার পক্ষে সাফাই গাওয়ায় নিউইয়র্ক টাইম বয়কট করলো ৩০০ আন্তর্জাতিক গবেষক ও লেখক
পরবর্তী নিবন্ধআফগান ও পাকিস্তানের মুসলিমগণ ভাই-ভাই, কিন্তু পাকিস্তানের কিছু লোক যুদ্ধের ইন্ধন দিচ্ছে: তালিবান স্বরাষ্ট্রমন্ত্রী