পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ড্রোন আফগান আকাশসীমা লঙ্ঘন করছে

0
296

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করছে। টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগান ভূমি যেমন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার না করার দাবি ইসলামাবাদ করে, তেমনি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানও চায় পাকিস্তানের ভূমি ও আকাশসীমা যেন আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার না হয়।

তিনি আরও জানান, পাকিস্তানের সামরিক গোষ্ঠীকে কিছু বৈশ্বিক শক্তি সমর্থন দিচ্ছে, যার উদ্দেশ্য কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বাড়ানো। যেসব শক্তি একসময় আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং বাগরাম ঘাঁটি দখলের স্বপ্ন দেখেছিল, তারাই এখনো অঞ্চলটিতে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।

মুজাহিদ হাফিজাহুল্লাহ বলেন, যারা একসময় আমাদের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল—তারা এখনো আড়াল থেকে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। তারা সরাসরি আসে না, বরং অন্যদের ব্যবহার করে উত্তেজনা ছড়ায় এবং অজুহাত তৈরি করে। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না, এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করার এই অপচেষ্টা আমরা প্রতিহত করব।”

তিনি বলেন, “দোহা ও ইস্তাম্বুলের বৈঠকগুলোতে পাকিস্তান বারবার বলেছে যে টিটিপি তাদের জন্য একটি বড় সমস্যা, এবং ইসলামি ইমারত যেন তাদের নিয়ন্ত্রণ করে। আমরা স্পষ্ট করে জানিয়েছি, আফগান ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি আমরা দিই না। তবে পাকিস্তানের অভ্যন্তরে টিটিপির কার্যক্রম নিয়ন্ত্রণ করা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়।”

সবশেষে মুজাহিদ হাফিজাহুল্লাহ জোর দিয়ে বলেন, টিটিপি ইসলামি ইমারতের আওতাধীন কোনো সংগঠন নয়; বরং এটি পাকিস্তানের নিজস্ব নীতি ও সীমান্তবর্তী এলাকার জটিল পরিস্থিতির ফলাফল।


তথ্যসূত্র:
1. Mujahid: U.S. Drones Violating Afghan Airspace via Pakistan
– https://tinyurl.com/k7zccwm8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে জেএনআইএম
পরবর্তী নিবন্ধআন্দোলনের মুখে প্রাথমিকে সংগীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল