
আফগানিস্তানের বাগলান প্রদেশে বিগত বছরের তুলনায় আপেলের ফলন ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইমারতে ইসলামিয়া সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই তথ্য প্রদান করেছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছর প্রদেশটির ১,৭১১ হেক্টর জমিতে আপেল ফলের বাগান করা হয়েছে, এই সকল বাগান হতে ৬৬ হাজার ৪৮০ হেক্টর আপেল ফল সংগ্রহ করা হয়েছে।
বাগান পরিচালকদের দীর্ঘ অভিজ্ঞতা, উন্নত পরিচর্যা ও মানসম্পন্ন চারা রোপণ প্রভৃতি কারণে ফলন বেড়েছে বলে মতামত ব্যক্ত করেছেন কর্মকর্তাগণ।
এছাড়া আপেল ফলের সংরক্ষণের জন্য বাগলান প্রদেশে ৭টি হিমাগার সুবিধা স্থাপন করা হয়েছে। একইসাথে পেঁয়াজ ও আলু সংরক্ষণের জন্য প্রদেশটিতে ৩৫০ এরও অধিক হিমাগার ইউনিট নির্মাণ ও চালু করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrxrp9ka
2. https://tinyurl.com/4dk6c5b5


