রাজধানী মোগাদিশু ও বিমানবন্দর এলাকায় শত্রু অবস্থানগুলোতে আশ-শাবাবের হামলা

0
235

হারাকাতুশ শাবাব প্রশাসন নিশ্চিত করেছে যে, শাবাব মুজাহিদিনরা সোমালিয়ার রাজধানী মোগাদিশু এবং উপসাগরীয় অঞ্চল সহ একাধিক এলাকায় শত্রু বাহিনীর উপর আক্রমণ চালিয়েছেন। এতে মোগাদিশু বাহিনী সহ দখলদার ইথিওপিয়ান বাহিনীর অসংখ্য সৈন্য হতাহত হয়েছে।

আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা যায়, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ৪ নভেম্বর মঙ্গলবার, সোমালিয়ার উপসাগরীয় অঞ্চলের দিনসুর জেলায় বিমানবন্দরে দখলদার ইথিওপিয়ান বাহিনীর শিবিরে সরাসরি তীব্র আক্রমণ চালিয়েছেন। মুজাহিদিনরা বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার বিমানবন্দর এলাকায় তীব্র আক্রমণ চালান, যার ফলে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, মুজাহিদিনরা এই আক্রমণটি এমন সময় চালিয়েছেন, যখন মোগাদিশু সরকারি মন্ত্রীদের বহনকারী একটি বিমান বিমানবন্দরে অবতরণ করছিল। ফলে শিবির ও এর আশপাশের এলাকায় মুজাহিদিন ও শত্রু বাহিনীর মধ্যে ভারী সংঘর্ষের ঘটনা ঘটে।

দিনসুর জেলার বিমানবন্দরে ইথিওপীয় ক্রুসেডার বাহিনীর শিবিরে মুজাহিদদের পরিচালিত তীব্র এই যুদ্ধে শত্রু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে। শত্রু বাহিনী এই অভিযানে হতাহতের সঠিক সংখ্যা গোপন করার চেষ্টা করেছে এবং দাবি করেছে যে, আক্রমণে এক ইথিওপীয় সৈন্য এবং মোগাদিশু বাহিনীর অপর এক সৈন্য আহত হয়েছে।

এদিকে ৫ নভেম্বর বুধবার, বানাদির অঞ্চলে সক্রিয় হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি বিস্ফোরক অভিযান পরিচালনা করেছেন। রাজধানীর কারান জেলার কাও-গোডে এলাকায় শত্রু সৈন্যদের লক্ষ্য করে এই বিস্ফোরণটি চালানো হয়েছে। এই বিস্ফোরণে ফলে শত্রু বাহিনীর মধ্যে বিভিন্ন হতাহতের ঘটনা ঘটেছে।

এদিন মুজাহিদিনরা রাজধানীর এলাশা-বিয়াহা এলাকাতেও একটি মিলিশিয়া অবস্থানে বিস্ফোরক অভিযান পরিচালনা করেছেন। এতে শত্রু বাহিনীতে বিভিন্ন হতাহতের ঘটনা ঘটে।

একইভাবে মধ্য শাবেলি রাজ্যের, আফগুয়ে জেলায়ও আশ-শাবাব মুজাহিদিনরা একটি বিস্ফোরক অভিযান পরিচালনা করেছেন। গুরগুর্ত মিলিশিয়াদের লক্ষ্য করে মুজাহিদদের পরিচালিত এই বিস্ফোরণে মিলিশিয়াদেন মধ্যে বিভিন্ন হতাহতের ঘটনা ঘটে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4snnzkac
– https://tinyurl.com/y655nnad

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় জান্তার সদর দপ্তর ও সামরিক পোস্টে মুজাহিদদের হামলা: ৬টি সামরিক অবস্থান বিজয়
পরবর্তী নিবন্ধলালমনিরহাটে বিএসএফের ছোড়া সাউন্ড গ্রেনেডে সীমান্তে আতঙ্ক