
ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাই পণ্যের চালান জব্দ করা হয়েছে। শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় জেলার পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম এই তথ্য নিশ্চিত করেছে।
অভিযুক্ত কাজী রবিউল হোসেন জিহাদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে ও স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এ চোরাকারবারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে জিহাদের বাড়িতে অভিযান পরিচালনা করে। তার বাড়ির গোয়ালঘর থেকে বস্তাভর্তি ভারতীয় থ্রি-পিসসহ চোরাই পণ্যের চালানটি জব্দ করা হয়।
তথ্যসূত্র:
1. যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাই পণ্যের চালান জব্দ
– https://tinyurl.com/y7b778uf


