আঙ্গুল কেটে নিয়ে গেলো প্রতিপক্ষ, কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংঘর্ষ

0
59

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে টঙ্গীতে এক কিশোর গ্যাং গ্রুপের সদস্যের আঙুল কেটে নিয়েছে অন্য গ্রুপের সদস্যরা। ‎আঙুল বিচ্ছিন্ন হওয়া ওই সদস্যের নাম তাসরিফ (২৫)। এ ঘটনায় একই গ্রুপের অপর দুইজন সদস্য আবির (২৪) ও সিয়াম (২৪) আহত হয়েছে।

‎গত ৯ নভেম্বর রাত আটটার দিকে টঙ্গীর ভরান এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ৯ নভেম্বর রাত আটটার দিকে টঙ্গী ভরান এলাকায় দুইটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য জড়ো হয়। পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সদস্যদের মাঝে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ‘ভরানের সৈকত বাহিনী’ নামে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ‘তাসরিফ বাহিনী’ প্রধান তাসরিফের বাম হাতের চারটি আঙুল কেটে নেয়। এসময় আবির ও সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

‎ঘটনার একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে আহত ওই তিন তরুণকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়।

‎এদিকে রাত সাড়ে নয়টার দিকে একই এলাকায় তাসরিফ বাহিনীর সদস্যরা ‘সৈকত বাহিনীর উপর পাল্টা হামলা চালিয়ে সিয়াম, শাওন ও সুমন নামে তিনজন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


তথ্যসূত্র:
1. আঙ্গুল কেটে নিয়ে গেলো প্রতিপক্ষ, কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংঘর্ষ
– https://tinyurl.com/mr33jvhs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধত্রিপুরা সীমান্ত দিয়ে অস্ত্র-মাদক ঢোকাচ্ছে আওয়ামী সিন্ডিকেট
পরবর্তী নিবন্ধরাজধানীতে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলি, নিহত ১