টিএসসিতে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

0
37

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত।

গত ১২ নভেম্বর রাত ৯টা ৪০ মিনিটের দিকে টিএসসি মোড়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার দিকে ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরিত হয়ে তার পিঠে স্প্লিন্টার (বিস্ফোরণের ধাতব টুকরা) আঘাত করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুলাল গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে বসবাস করেন।

ঢামেকে চিকিৎসা নেওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, টিএসসি দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে আমার পিঠে স্প্লিন্টার লাগে। পরে আমাকে ঢামেকে এনে চিকিৎসা দেওয়া হয়।


তথ্যসূত্র:
1. টিএসসিতে ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/3msxrehc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশে দিলো জনতা
পরবর্তী নিবন্ধমাদারীপুরে বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ, নিরাপত্তায় পাহারা দিচ্ছে শ্রমিকরা