মাদারীপুরে বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ, নিরাপত্তায় পাহারা দিচ্ছে শ্রমিকরা

0
45

মাদারীপুরের পৌর বাস টার্মিনালে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গত ১২ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে জেলার সদর উপজেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বাস টার্মিনালে থাকা বাসের ফাঁকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দে আওয়াজ পেয়ে পরিবহন শ্রমিক ও স্থানীয় লোকজন ছুটে এলে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমসহ পুলিশের কর্মকর্তারা। এ ঘটনার পর বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি (একাংশ) মোফাজ্জল হোসেন বলেন, এর আগে প্রশাসনের সঙ্গে মিটিংয়ে বাস টার্মিনালে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছিলেন। এখন পুলিশ যদি সেভাবে ভূমিকা না নেয়, তাহলে কী করার আছে? তবে ককটেল বিস্ফোরণের পর টার্মিনালে থাকা প্রতিটি বাসের একজন করে শ্রমিককে অন্তত এই দুই দিন থাকতে বলা হয়েছে। এ ছাড়া নিয়মিত রাতে চারজন পাহারায় থাকেন।


তথ্যসূত্র:
1. মাদারীপুরে বাস টার্মিনালে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/38c5dfy3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটিএসসিতে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের গজনি প্রদেশে অবস্থিত পলিমেটালিক খনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর