
পাকিস্তান বারবার সীমান্ত বন্ধ করে আফগান ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিকল্প বাণিজ্যপথ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার উজবেকিস্তানের আকাশপথ ব্যবহার করে আফগান কৃষিপণ্য পরিবহনের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বলখ প্রদেশের মুখপাত্র হাজী যায়েদ হাফিযাহুল্লাহ জানান, এই চুক্তির আওতায় আফগানিস্তান থেকে তাজা ফলমূল ও সবজি মধ্য ও দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং উজবেকিস্তানের বাজারে রপ্তানি করা হবে।
তিনি আরও জানান, আফগান ও উজবেক ব্যবসায়ীরা মাংস রপ্তানির ক্ষেত্রেও একটি পৃথক চুক্তিতে পৌঁছেছেন, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এদিকে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সম্প্রতি দেশের ব্যবসায়ীদের পাকিস্তানের ওপর নির্ভরশীলতা অমিয়ে বিকল্প বাণিজ্যপথ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে যাতে বাণিজ্যিক স্বনির্ভরতা আরও বৃদ্ধি পায়।
তথ্যসূত্র:
1. A memorandum of understanding has been signed to transport Afghan agricultural products via air through Uzbekistan.
– https://tinyurl.com/mr3ccsva


