আফগানিস্তানের পাঞ্জশীর প্রদেশে ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারান্দে জলবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন

0
30

১৩ নভেম্বর আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে অবস্থিত পারান্দে জলবিদ্যুৎ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার হাফিযাহুল্লাহ। ৪০০০ কিলোওয়াট বা ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ প্লান্ট স্থাপনে ব্যয় হয়েছে ৭৬ লক্ষ মার্কিন ডলার।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ বলেন, শিল্পোন্নয়নের জন্য বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানজুড়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নদী, বায়ু ও সৌরশক্তি অত্যন্ত সম্ভাবনাময় উৎস।
তিনি আরও বলেন, দেশের শিল্প,কৃষি, পরিবহন, বাণিজ্য এবং অন্যান্য খাতে স্বনির্ভরতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইমারতে ইসলামিয়া সরকার। এটি কোনও স্লোগান নয়, বরং একটি বাস্তব পরিকল্পনা।

দেশীয় শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ জন্য তিনি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান, এক্ষেত্রে সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদানের ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন।

স্থানীয়দের বিদ্যুৎ চাহিদা পূরণে পারান্দে জলবিদ্যুৎ কেন্দ্র উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2x5pxwju

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় এক মাসে নিহত ৪৬৯ জন
পরবর্তী নিবন্ধভারতকে খুশি করতে সাতছড়ি উদ্যানে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার