ঝিনাইদহে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিল ছাত্র-জনতা

0
58

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ডে অবস্থিত শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। গত ১৩ নভেম্বর দুপুরে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই ভাস্কর্য ভেঙ্গে অপসারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন নেতা-কর্মী ও ছাত্রজনতা। মুজিব চত্ত্বর নামের পরিবর্তে এই স্থানটির নাম স্বাধীন চত্ত্বর হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রজনতা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর ভাস্কর্যটি এক দফা ভাঙচুর করা হয়। পরে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ড এলাকায় অবস্থিত মুজিব ম্যুরালসহ শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজিবের ভাস্কর্য এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ ১৩ নভেম্বর দুপুরে চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ডে অবস্থিত শেখ মুজিবের ভাস্কর্যের অবশিষ্টাংশ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়।


তথ্যসূত্র:
1. শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিল ছাত্র-জনতা
– https://tinyurl.com/bdcp8xbv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে বহিষ্কৃত ১৭ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে অগ্নিসংযোগ