ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে অগ্নিসংযোগ

0
36

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশের রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মাত্র একদিন আগে একই এলাকার কাছে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রেললাইনে আগুনের কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস প্রায় ১৫মিনিট ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে থাকে। পরে রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানায়, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে টায়ারে আগুন দেয়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


তথ্যসূত্র:
১. আখাউড়ায় রেললাইনে আগুন
– https://tinyurl.com/3db8vhjj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহে শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিল ছাত্র-জনতা
পরবর্তী নিবন্ধমানিকগঞ্জে বাসে আগুন, চালক গুরুতর দগ্ধ