
মালির সিকাসো রাজ্যের লোলোনি শহরের উপকণ্ঠে ডনজো মিলিশিয়াদের বিরুদ্ধে একটি মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা।
আয-যাল্লাকা মিডিয়ার কর্তৃক গত ১১ নভেম্বর জারি করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা মালিতে জান্তাপন্থী মিলিশিয়াদের উপর একটি সফল অভিযান পরিচালনা করেছেন। দেশটির সিকাসো রাজ্যের লোলোনি উপকণ্ঠে মিলিশিয়াদের একটি টহল দল লক্ষ্য করে মুজাহিদিনরা আক্রমণটি পরিচালনা করেছেন। ফলশ্রুতিতে জান্তা সরকারপন্থী ডনজো মিলিশিয়া বাহিনীর ৭ সদস্য নিহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। এসময় মুজাহিদিনরা ১০টি মোটরসাইকেল, ৭টি রাইফেল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yf3d8zea


