মালিতে জান্তা সংশ্লিষ্ট মিলিশিয়াদের উপর মুজাহিদদের হামলা: নিহত ৭

0
173

মালির সিকাসো রাজ্যের লোলোনি শহরের উপকণ্ঠে ডনজো মিলিশিয়াদের বিরুদ্ধে একটি মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা।

আয-যাল্লাকা মিডিয়ার কর্তৃক গত ১১ নভেম্বর জারি করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা মালিতে জান্তাপন্থী মিলিশিয়াদের উপর একটি সফল অভিযান পরিচালনা করেছেন। দেশটির সিকাসো রাজ্যের লোলোনি উপকণ্ঠে মিলিশিয়াদের একটি টহল দল লক্ষ্য করে মুজাহিদিনরা আক্রমণটি পরিচালনা করেছেন। ফলশ্রুতিতে জান্তা সরকারপন্থী ডনজো মিলিশিয়া বাহিনীর ৭ সদস্য নিহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। এসময় মুজাহিদিনরা ১০টি মোটরসাইকেল, ৭টি রাইফেল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yf3d8zea

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাতের আঁধারে নিকলীতে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন
পরবর্তী নিবন্ধকাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে খতমে নবুওয়ত মহাসম্মেলন