গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করল আ. লীগ

0
41

গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

আজ (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

তিনি জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।


তথ্যসূত্র:
১. গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করল আ. লীগ
– https://tinyurl.com/yc7rjbna

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করার চেষ্টা নিষিদ্ধ আওয়ামীলীগের
পরবর্তী নিবন্ধবালখ প্রদেশে আরও ১০২ জন মাদকাসক্ত সুস্থ হয়ে পরিবারে ফেরত গেছেন