
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন অধিদপ্তর জানিয়েছে, এ বছর কান্দাহার প্রদেশ থেকে আন্তর্জাতিক বাজারে প্রায় ২২ হাজার টন ডালিম রপ্তানি করা হয়েছে—যা গত বছরের তুলনায় ৩২ শতাংশ বেশি।
অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ হানিফ হাকমাল হাফিজাহুল্লাহ জানান, প্রাদেশিক কৃষি অধিদপ্তর, চেম্বার অব কমার্স এবং স্থানীয় ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় এ বছর প্রায় ২২,০০০ টন ডালিম রপ্তানি করা হয়েছে। যা গত বছরের থেকে প্রায় ৭,০০০ টন বেশি।
এ বছর মালয়েশিয়া, উজবেকিস্তান, রাশিয়ায় সব চেয়ে বেশি পরিমান ডালিম রপ্তানি করা হয়। কৃষি অধিদপ্তরের মুখপাত্র বলেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসন বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও এ অগ্রগতি অর্জন করেছে; তবে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের আরও শক্তিশালী ও সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
তথ্যসূত্র:
1. Kandahar’s pomegranate exports to foreign markets have risen by 32 percent compared to last year.
– https://tinyurl.com/3c5yme7b
2. Kandahar Pomegranate Exports Surge by 32 Percent
– https://tinyurl.com/y2n3ket8


