টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটালো দুর্বৃত্তরা

0
28

গাজীপুরের টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত ১৬ নভেম্বর রাত পৌনে দশটার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্টেশন রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পথচারীরা জানান, রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ বিকট শব্দে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটে। বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়াল সড়কের উপর থেকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এসময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করেন। ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিতে ছিল পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায় পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, দুর্বৃত্তরা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
১. টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ
– https://tinyurl.com/22f7m375

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেরানীগঞ্জে থানার ডাম্পিংয়ে আগুন দিল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধআমেরিকান ড্রোন প্রতিনিয়ত আফগান আকাশসীমা লঙ্ঘন করছে, যা অবশ্যই বন্ধ করতে হবে: জাবিহুল্লাহু মুজাহিদ হাফিযাহুল্লাহ