সম্ভাব্য বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে ওষুধ আমদানিকারকদের সাথে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়ার অর্থমন্ত্রী

0
66

গত ১৬ নভেম্বর আফগানিস্তানের ওষুধ আমদানিকারক ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়ার অর্থমন্ত্রী মোল্লা মুহাম্মদ নাসির আখুন্দ হাফিযাহুল্লাহ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আফগান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বোর্ড মেম্বার খান জান আলোকোজাই। সম্প্রতি পাকিস্তান হতে ওষুধ আমদানির উপর ইমারাতে ইসলামিয়া সরকারের বিধিনিষেধ আরোপের পর গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পাকিস্তানের বিকল্প বাণিজ্য রুট, আমদানি করা ওষুধের উপর শুল্ক সুবিধা ও ব্যবসায়ীদের সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা উত্থাপিত হয়েছে।

এই সময় কাস্টমসে একাধিক সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা করার জন্য ইমারাতে ইসলামিয়া প্রশাসনের প্রশংসা করেছেন আমদানিকারক ও আফগান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর সদস্যবৃন্দ। তবে বিকল্প বাণিজ্য পথে পণ্য আমদানির ক্ষেত্রে সরকারি সহযোগিতা আরও জোরদার করতে তাঁরা অনুরোধ জানিয়েছেন।

জবাবে বাণিজ্যে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান ও সমস্যা মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইমারাতে ইসলামিয়ার অর্থমন্ত্রী নাসির আখুন্দ হাফিযাহুল্লাহ। এছাড়া অতীতের দেয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে তিনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/592nnbdm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি পুলিশের ব্যাপক নির্যাতনের শিকার আফগান শরণার্থীরা
পরবর্তী নিবন্ধহাসিনা–কামালের মৃত্যুদণ্ডের রায়ে দেশজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ