
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান চলতি বছরের প্রথম ছয় মাসে তাজা ও শুকনো ফল রপ্তানি করে ৫৮০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক উপ-সচিব জানিয়েছেন, এটি দেশের কৃষিপণ্য রপ্তানিতে ক্রমবর্ধমান সক্ষমতার স্পষ্ট প্রমাণ।
আফগান ফলের প্রধান ক্রেতা দেশগুলির মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, চীন, উজবেকিস্তান, সৌদি আরব, কাজাখস্তান, কাতার, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও তাজিকিস্তান। আফগানিস্তানের রপ্তানিকৃত ফলের মধ্যে রয়েছে আঞ্জির, আখরোট, কিসমিস, আঙ্গুর, আনারস, আপেল, তরমুজ, পেয়ারা, চেরি এবং বিভিন্ন ধরনের বাদাম।
অর্থনৈতিক উপ-সচিব জানিয়েছেন, বর্তমানে শুধু সড়ক পথে নয় বরং আকাশ পথেও পণ্য রপ্তানি করা হচ্ছে। এর ফলে সময় কমেছে এবং আন্তর্জাতিক বাজারে আফগান পণ্য পৌঁছানোর সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো জানান, ইমারতে ইসলামিয়া দেশের রেলপথ সম্প্রসারণ, সড়কপথের পুনর্নির্মাণ এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেশের পরিবহন সক্ষমতাকে আরো শক্তিশালী করেছে।
আফগান ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের পরিবহন অবকাঠামোতে আরও বিনিয়োগ হলে নতুন বাজার তৈরি হবে এবং দেশের রপ্তানি সম্ভাবনা অনেকগুণ বৃদ্ধি পাবে।
তথ্যসূত্র:
1.Afghanistan records $580m in fruit exports in six months
– https://tinyurl.com/3tvwnb9u


