বাগেরহাটে রাসূল ﷺ-কে কটূক্তি, হিন্দু যুবক গ্রেপ্তার

0
69

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক গ্রামে রাসূল ﷺ-কে নিয়ে কুরুচিপূর্ণ লেখা সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে দেওয়ায় উজ্জ্বল মুখোপাধ্যায় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য মতে, রবিবার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে আনা হয়।

জানা যায়, বাগেরহাটের কচুয়ায় রাসূল ﷺ-কে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিল স্থানীয় মুসলিমরা। তাকে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে কয়েক দফা মিছিল করে স্থানীয়রা। পরবর্তীতে তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর পরই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শামীম আহমেদ জানায়, আমরা ১৬ নভেম্বর একটি অভিযোগ পাই। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করেছে। বর্তমানে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কচুয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, আসামী ইচ্ছাকৃত ভাবে জ্ঞাতসারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রেণি সমূহের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি এবং ইসলাম ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে রাসূল (ﷺ) কে ইলেকট্রনিক ডিভাইজের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক কমেন্ট করিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করিয়া সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করায়, বাগেরহাট জেলার কচুয়া থানার মামলা নম্বর- ০২, জিআর নং- ৯০/২৫, তারিখ- ১৬/১১/২৫ খ্রি.। ধারা- ১৫৩-এ, ২৯৫-এ পেনাল কোড, ১৮৬০। মামলার গ্রেফতারকৃত আসামী উজ্জল মুখোপাধ্যায় (২৪), পিতা- বিষ্ণুপদ মুখোপাধ্যায়, গ্রাম-ছোট আন্ধারমানিক, ৭ নম্বর ওয়ার্ড, ৩নং মঘিয়া ইউনিয়ন, থানা- কচুয়া, জেলা-বাগেরহাট। তাকে কচুয়া থানা পুলিশ ১৭ নভেম্বর গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।


তথ্যসূত্র:
১। মহানবী (সা.) কে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
– https://tinyurl.com/4ehs5an7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৯০ কিলোমিটার নুড়ি রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধলেডি ফেরাউন হাসিনা হাজার হাজার মায়ের বুক খালি করেছে: আল্লামা মামুনুল হক