
বঙ্গোপসাগরের বাংলাদেশ পানিসীমা থেকে আবারও তিনটি মাছধরার ট্রলারসহ ১৬ জন বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের পানিসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে ওই জেলেদের নিয়ে যায় তারা।
গত ১৮ নভেম্বর রাতে অপহরণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ।
এ নিয়ে গত ৯ মাসে বাংলাদেশের নাফ নদী ও সেন্টমার্টিন উপকূল সংলগ্ন পানিসীমা থেকে অন্তত ৩৪৬ জেলেকে অপহরণ করেছে এ গোষ্ঠীটি। যদিও বাংলাদেশি সীমান্তরক্ষী বিজিবির সহায়তায় চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০০ জেলে ফেরত আনা হয়েছে। এখনো ১৪৬ জন জেলে নিখোঁজ রয়েছেন।
বোট মালিক সমিতির নেতা সাজেদ আহমেদ জানান, সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় টেকনাফ পৌরসভার কলেজপাড়া এলাকার জাকিরের মালিকানাধীন একটি ট্রলার থেকে ৬ জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
তিনি দাবি করেন, আরাকান আর্মির হেফাজতে থাকা আরও দুইটি ট্রলারে আরো ১০ জন জেলে রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে, তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
তার মতে, টানা কয়েক মাস ধরে আরাকান আর্মির হাতে চলমান অপহরণ ও আটকের ঘটনার কারণে বাংলাদেশ সীমান্তজুড়ে জেলেদের উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
অপরদিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ১৩ নভেম্বর সকাল ৭টার দিকে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের থাওয়াইং চাউং গ্রামের পশ্চিম উপকূল থেকে ২ দশমিক ৭ কিলোমিটার দূরে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ৬ জন বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রল। ট্রলার থেকে মাছ, জাল ও বাংলাদেশি মুদ্রাও জব্দ করা হয় বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।
এদিকে একইদিনে রাথেডং টাউনশিপ উপকূল থেকে ৩ দশমিক ৫৮ কিলোমিটার দূরে আরও দুটি ট্রলার আটক করে ১০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। সবমিলিয়ে তিনটি ট্রলার ও ১৬ জন জেলেকে আটক করেছে আরাকান আর্মি।
আটক জেলেদের বিরুদ্ধে রাখাইন রাজ্যের স্থানীয় আইনে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বরও একই ধরণের ঘটনা ঘটিয়েছে সশস্ত্র গোষ্টী আরাকান আর্মি। তারা মিয়ানমারের পানিসীমা অতিক্রমের অভিযোগ তুলে বাংলাদেশি দুটি মাছধরার ট্রলারসহ ১৩ জন রোহিঙ্গা জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
বিভিন্ন সূত্র দাবি করছে, এখন পর্যন্ত দেড়শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা জেলেকে অপহরণ করে আটকে রেখেছে আরাকান আর্মি।
তথ্যসূত্র:
১। ট্রলারসহ ১৬ বাংলাদেশি-রোহিঙ্গা জেলেকে আবারো অপহরণ
– https://tinyurl.com/yrdtwhua


