ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ মিলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় ছয়টি লাশ: রাজসাক্ষী আবজালুল

0
72

সাভারের আশুলিয়ায় জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হয়েছেন আশুলিয়া থানার সাবেক উপ-পরিদর্শক শেখ আফজালুল হক। গতকাল (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সে জবানবন্দি দিয়েছে।

জবানবন্দিতে সে বলেছে, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ ও সাবেক এসআই বিশ্বজিৎ সাহা কয়েকজন পুলিশ মিলে সাভারের আশুলিয়া থানার সামনে গুলি করে ৬ জনকে হত্যার পর লাশ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়।

৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হল- সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। ১৯ নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ এই মামলার আট আসামি পলাতক।

আসামিদের মধ্যে শেখ আফজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছে।


তথ্যসূত্র:
১। ৬ লাশ পোড়ানোর লোমহর্ষক বর্ণনা রাজসাক্ষী আফজালুলের
– https://tinyurl.com/5cx8t9r9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে ২ বছরের কারাভোগ শেষে দেশে ফিরল পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী
পরবর্তী নিবন্ধবরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার