
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় সুপরিকল্পিত উন্নয়নের প্রতি জোর দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়ব প্রদেশের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগ শিরিন তাগাব জেলায় একটি ৭.৭ কিলোমিটার দীর্ঘ সড়ক এবং একটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।
প্রকল্প দুটির বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ৪৩ লাখ আফগানি (প্রায় ৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার)। নির্মাণকাজ চলাকালীন এলাকার শত শত শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্প সমাপ্তির ফলে শিরিন তাগাব জেলার হাজার হাজার বাসিন্দার দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হয়েছে।
উল্লেখ্য যে, গৃহীত প্রকল্পগুলো সুষ্ঠু বাস্তবায়ন প্রক্রিয়ায় দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশব্যাপী বড় পরিসরে বাঁধ নির্মাণ, খাল খনন, খনিজ সম্পদ আহরণ, আবাসিক কমপ্লেক্স ও বাণিজ্যিক মার্কেট প্রতিষ্ঠা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ইমারতে ইসলামিয়া সরকার।
তথ্যসূত্র:
1. Two development projects completed in Faryab
– https://tinyurl.com/3w2pa2ck


