
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় শারপিন মোল্লা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ২২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে। নিহতের ভাতিজা হাফিজুর রহমান মোল্লা জানান, সন্ধ্যার পর শারপিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের প্রাইমারি স্কুল সংলগ্ন চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন।
পথে অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। স্থানীয়দের সহায়তায় শারপিন মোল্লাকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্র:
১। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/yc73zc5y


