
মহান আল্লাহ তা’য়ালাকে গালিদাতা বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা মানে ফরহাদ মজহারকে গ্রেফতার করা বলে মন্তব্য করেছে বাউলদের আধ্যাত্মিক গুরু ফরহাদ মজহার।
সে জানায়, ‘আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। সে শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নেই, যেখানে আমার পাশে ছিল না। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না।’
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নাস্তিক বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে সে এ মন্তব্য করে। সভাটি সাধু গুরুভক্ত ও কথিত অলি-আওলিয়া আশেকান পরিষদ নামে আয়োজিত হয়।
সরকারের উদ্দেশে ফরহাদ মজহার জানায়, ‘গণঅভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, অধিকার, কথা বলার অধিকার, সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা। কিন্তু এতদিন যাওয়ার পরে যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়।’
এ সময় বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে এটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানায়। একইসঙ্গে বাউলদের ওপর হামলাকারীদের বিচারের দাবিও জানায় তারা।
তথ্যসূত্র:
১। আবুল সরকারকে গ্রেফতার মানে আমাকে গ্রেফতার করা: ফরহাদ মজহার
– https://tinyurl.com/59sakv7p


