
আফগানিস্তানের কাপিসা প্রদেশের মাহমুদ রাকি, হেসা আওয়াল ও হেসা দো জেলায় কয়েক ডজন সিকিউরিটি ক্যামেরা স্থাপন করেছে সংশ্লিষ্ট সিকিউরিটি কমান্ডারশিপ। এতে ব্যয় হয়েছে ২০ মিলিয়ন আফগানি। ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স বার্তায় গত ২৫ নভেম্বর এই তথ্য জানানো হয়েছে।
এই প্রসঙ্গে সামরিক বিভাগের উপপ্রধান আজিজুর রহমান সালাহউদ্দিন হাফিযাহুল্লাহ বলেন, আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় রেখে উক্ত সিকিউরিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে এবং অপরাধ দমনে নিরাপত্তা বাহিনীর জন্য সহায়ক হবে।
অপরাধ নিয়ন্ত্রণে এই সব ক্যামেরা অত্যন্ত কার্যকরী বলে তুলে ধরেছেন কাপিসা প্রদেশের সিকিউরিটি কমান্ডের কর্মকর্তাবৃন্দ। জনগণের জান-মালের নিরাপত্তার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তারা বর্ণনা করেছেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4d39jw94


