
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে নারীর অধিকারসংক্রান্ত মোট ৩,৪১৩ টি মামলা পরিচালনা ও নিষ্পত্তি করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সময়ে ১,০৩৫ নারীকে তাদের ন্যায্য উত্তরাধিকার ফিরিয়ে দেয়া হয়েছে, ১,৫৪৫ নারীকে পারিবারিক সহিংসতা থেকে উদ্ধার করা হয়েছে এবং ৮৩৩ জন নারীর জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয় যে, নারীরা যেন প্রয়োজনীয় আইনি সহায়তা পেতে পারে—এ লক্ষ্যে ১,৩৫৬ নারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। শুধুমাত্র চলতি মাসেই কাবুলসহ বিভিন্ন প্রদেশে ২৫৬টি নারী অধিকার সংক্রান্ত মামলার আনুষ্ঠানিক নিষ্পত্তি করা হয়েছে।
উল্লেখ্য যে, বিগত প্রায় ৪ বছরে ৭ হাজারেরও অধিক জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করেছে ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় বাজারদর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক শোষণ মোকাবেলা ও ব্যবসায় ন্যায়নীতির চর্চা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে উক্ত মন্ত্রণালয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yfdmnnnk


