
কুষ্টিয়া ভেড়ামারার একটি ধানের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পুরো মুখমণ্ডল পোড়া অবস্থায় থাকার কারণে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২৬ নভেম্বর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের বিলের মাঠ এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় চাষিদের দেওয়া সংবাদের ভিত্তিতে সকালে ওই স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পুরো মুখমণ্ডল পোড়ানো অবস্থায় থাকার কারণে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির পরিচয় গোপন করতে হত্যার পর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানায়, চাষিরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে। নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
তথ্যসূত্র:
১। মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া মরদেহ পড়ে ছিল ধানক্ষেতে
– https://tinyurl.com/y5jj3sv6


