
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় এক কৃষকের বাড়িতে হানা দিয়ে তিনটি গরু ও একটি ছাগল নিয়ে যায় একদল ডাকাত। এসময় ডাকাত দলের ছুরিকাঘাতে চারজন আহত হয়।
গতকাল (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বাঘবের গ্রামে কৃষক মোতালিব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- কৃষক আব্দুল মোতালিব মিয়া (৫২), আলম মিয়া (৪৮), মনির হোসেন (৪৫) ও গৃহবধূ ফাতেমা আক্তার (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি পিকআপ ভ্যানে করে আসা ৭/৮ সদস্যের একদল ডাকাত রামদা, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কৃষক মোতালিব মিয়ার বাড়ি ঘিরে ফেলে। টের পেয়ে ঘর থেকে বের হলে মোতালিব মিয়াকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি পিকআপে তোলে। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে চারজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি নিয়ে দুইটি পিকআপে করে পালিয়ে যায়।
তথ্যসূত্র:
১। কৃষকের গরু-ছাগল নিয়ে গেল ডাকাত দল, ছুরিকাঘাতে আহত ৪
– https://tinyurl.com/mt3f3ahn


